Skip to main content

পশ্চিমা মুভি, সিরিজ

এই দেশগুলো আফগানিস্তান এর যুদ্ধে US / আমেরিকার সাথে ছিলো, এরাই মোটের উপর পশ্চিমা হিসেবে চিহ্নিত - United States, United Kingdom, Canada, Germany, Italy, Australia, New Zealand, France, Norway

শরীরঃ খাবার খেতে হয় নিয়মিত ক্ষুধা যাতে নিবারন হয় । যদি বাসি পচা খাবার খাওয়া হয় তাহলে পেট খারাপ হয়, শরীর অনেক নাজিক অবস্থায় চলে যায়, চলাফেরাই কষ্টকর হয়ে যায় । তখন স্যালাইন ও ঔষধ খেতে হয় । মনঃ আত্মার শান্তির জন্য রব এর কাছে থাকতে হয় নিয়মিত, কুরআন পড়তে হয় ও তার অর্থ নিয়ে চিন্তা করতে হয়, সালাত পড়তে হয়, সাওম রাখতে হয় । রব্বে কারীম এর বলা নিয়ম এর বাইরে যেয়ে যখন হারাম কন্টেন্ট দেখা বা শুনা হয় তখন সেটা বাজে ভাবে মনের মধ্যে ইফেক্ট ফেলে । ধীরে ধীরে সেটা ঈমান কে নষ্ট করে ফেলে যা পরবর্তিতে একজন মানুষকে সেকুলার বানায় । মুসলিম হতে হবে ফান্ডামেন্টাল / মৌলবাদ বিষয় কে আকরে ধরা মুসলিম । পশ্চিমা রা মিডিয়া ও সংবাদ এর মাধ্যমে এই টার্ম কে ভিলেন বানিয়েছে । কেউ যদি যদি ধর্মের বিষয় কিছু মেনে আর না মেনে মুসলিম থাকতে চায়, তাহলে সে কি আল্লাহর আদেশ অমান্য করলো না? নিজের অজান্তে কবিরা গুনাহ, বিদয়াত, শিরিক এ লিপ্ত হওয়ার পথে চলে গেলো না? তাই আল্লাহর আদেশ পরিপূর্ন মান্য করা, আল্লাহর কাছে আত্মসমর্পন করাই হচ্ছে প্রকৃত মৌলবাদী ।

  • প্রত্যেকটা টিভি সিরিজ, মুভি তে গে, লেসবিয়ান ক্যারেক্টার ঢুকানো - এ দেখে মানুষের মনে ধীরে ধিরে এসবের প্রতি অভ্যস্ততা চলে আসে, সমাজে এসব নরমালাইজ করা যায় । কিন্তু এসব চরিত্র না দিলেও হয় কিন্তু জোর করে চালানো হয় এসব ।
  • আফগানিস্তান এ যেই পশ্চিমা সেনা রা ডিপ্লয় হয়েছে, তাদের নিয়ে মুভি বানানো হয়, তাদেরকে গুড গাই আর যোদ্ধা দেরকে খারাপ হিসেবে দেখানো হয় । আরো ডার্ক ব্যাপার হচ্ছে, ইচ্ছা করে তাদের অপরাধ গুলো দেখানো ও হয় কিন্তু সাথে তাদের বউ / বাচ্চাদের ইমোশনাল ক্যারেক্টার থাকে। দেখানো হয় তারা ভালো হয়ে গিয়েছে দেশে এসে, এসব নিয়ে তারা অনেক কষ্ট ট্রমা পায় । অপরাধীর অপরাধ কে নরমালাইজ করা হয় । তাদেরকে ভেটেরান হিসেবে অনেক সম্মান দেওয়া হয় সমাজে, ভাতা দেওয়া হয় ।
  • পশ্চিমা, ন্যাটো পিশাচ রা অন্তরহীন বস্তু, টুল মাত্র ।